Friday, October 12, 2007

Interview with Nahian Chowdhury

Hello,
My name is Nahian Chowdhury and i was randomly interviewed by Farid. I like playing sports like cricket, soccer, basketball and rugby. I am currently 15 years old and I attend Fort Street High School in Petersham NSW. I like listening to music ( hip hop, rnb and rock), i like chatting online with friends and I watch TV programs like The Simpsons and Family Guy. I also like watching cricket ( I support Pakistan and Bangladesh) and I used to like Australia. At the same time, I follow my religion of Islam and I pray 5 times every day. I would like to have a career in Medicine. I do not follow Mainstream culture and I think in my own unique way but I do follow my traditions. Thanks for reading this Profile and please enjoy my video.


Dulan Bai Interviewed with Farid

Dulan Bai Interviewed with Farid


To day is the holy Eid ul Fitr. Here is some movies of some family gathering in Sabrina's house.


Monday, October 8, 2007

সিলটি ভাষা ও আমাদের জাতীয়তাবোধ ১

ভাষা ও সাহিত্যের সম্পর্ক রক্ত আর নাড়ির মতো। এক ছাড়া অন্য ভাবা যায় না। আলোচনায় যাবার আগে ভুমিকায় এইটুকুই বলতে চাই বাংলা ভাষা আজ পৃথিবীর ৪র্থ জনবহুল ভাষা এবং জনপ্রিয়তার দিক দিয়েও বাংলা বেশ এগিয়ে। রবীন্দ্র বলয়ে বাংলা সাহিত্য তার ষোলকলা পূর্ণ করে বিশ্বসাহিত্যে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। বাংলা ভাষা ও সাহিত্য আজ বিশ্ব ঐতিয্যের অংশ। বাংলার এই মহিরূহ বৃত্তের আশপাশে ছোটখাটো ভাষা ও সাহিত্য থমকে গিয়ে বাংলার রূপে মিশে গিয়েছিল। কালের পরিক্রমায় সেই ছোট জাতিসত্বাগুলো আবার বিকশিত হওয়ার সময় এসেছে। ইন্টারনেটের প্রযুক্তি আজ দুনিয়ার সকল জায়গায় বিরাজমান এবং এই বিশ্বায়ন প্রযুক্তি একদিকে যেমন সব কিছু কেড়ে নিচ্ছে তেমনি এমন কিছু সম্ভাবনা ছুড়ে দিচ্ছে যা আগের আধুনিক যুগে ছিল না। এখন আসি মূল আলোচনায়। সিলটি ভাষা একটি আঞ্চলিক ভাষা না পূর্ণ ভাষা তা নিয়ে গত শতাব্দিতে বহু তর্কবিতর্ক হয়েছে। কিন্তু সিলটি ভাষা সৈনিকরা বসে নেই। এটা এখন দৃশ্যমান সত্য যে সিলটি ভাষা একটা আলাদা ভাষা এবং সাহিত্য ও ভাষা ভিত্তিক শ্রেণীবিন্যাস প্রমাণ করে যে সিলটি ভাষা অসমি আর বাংলার গর্ভ থেকেই সৃষ্টি হাজার খানেক বছর আগে। এই ভাষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সিলটি ভাষায় অধিক পরিমান আরবি ও ফারসি শব্দের ব্যবহার। এই প্রবন্ধে এই সব দৃষ্টিকোন নিয়ে আলোচনার চেস্টা করা হবে।
সিলেটের ইতিহাস (সংক্ষিপ্ত): প্রকাশিতব্য ..............

Friday, October 5, 2007

সিলটি ভাষা – আমার হারানো না জানা অতীত

আমার জানা ছিল না আমি ইন্টারনেট দিয়ে আমার মাতৃভাষা – সিলটি ভাষা শিখতে পারবো। একদিন এমনিতে কি জানি খুজঁতে গিয়ে নাগাল পাই সিলটি নাগরী বর্ণমালার সন্ধান। তারপর থেকে আর পিছু হাটা নেই। প্রতিদিনই শিখছি কিছুনা কিছু। আমাদের ভাষাটি এসেছে বাংলা ও অসমি ভাষার মাঝামাঝি থেকে। তবে ইদানিং বাংলাদেশের সাথে সিলেট অঞ্চল থাকার কারণে সিলটি ভাষায় প্রচুর পরিমান বাংলার আধিপত্য লক্ষ্য করা যায়। আমরা দুইটি প্রজন্ম সিলটি নাগরী থেকে সম্পুর্ণ বিস্মৃত। তবে সময় এসেছে আবার নিজের ঐতিয্যকে জানার শেখার। সিলটি ভাষায় কথা বলা লোকসংখ্যা প্রায় ১০ মিলিয়নের বেশী। বাংলাদেশের সিলেট বিভাগ, ভারতের আসামের করিমগঞ্জ, কাছার, ত্রিপুরার কিছু অংশ এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট-কানাডা-মধ্যপ্রাচ্য-অষ্ট্রেলিয়ার প্রচুর সিলটি বসবাস করেন।

Tuesday, September 25, 2007

আমার ব্লগ

এটা আমার ব্যাক্তিগত ব্লগ। আপনাদের মতামত আমি সাদরে গ্রহণ করবো।