Friday, October 5, 2007

সিলটি ভাষা – আমার হারানো না জানা অতীত

আমার জানা ছিল না আমি ইন্টারনেট দিয়ে আমার মাতৃভাষা – সিলটি ভাষা শিখতে পারবো। একদিন এমনিতে কি জানি খুজঁতে গিয়ে নাগাল পাই সিলটি নাগরী বর্ণমালার সন্ধান। তারপর থেকে আর পিছু হাটা নেই। প্রতিদিনই শিখছি কিছুনা কিছু। আমাদের ভাষাটি এসেছে বাংলা ও অসমি ভাষার মাঝামাঝি থেকে। তবে ইদানিং বাংলাদেশের সাথে সিলেট অঞ্চল থাকার কারণে সিলটি ভাষায় প্রচুর পরিমান বাংলার আধিপত্য লক্ষ্য করা যায়। আমরা দুইটি প্রজন্ম সিলটি নাগরী থেকে সম্পুর্ণ বিস্মৃত। তবে সময় এসেছে আবার নিজের ঐতিয্যকে জানার শেখার। সিলটি ভাষায় কথা বলা লোকসংখ্যা প্রায় ১০ মিলিয়নের বেশী। বাংলাদেশের সিলেট বিভাগ, ভারতের আসামের করিমগঞ্জ, কাছার, ত্রিপুরার কিছু অংশ এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট-কানাডা-মধ্যপ্রাচ্য-অষ্ট্রেলিয়ার প্রচুর সিলটি বসবাস করেন।

No comments: