Monday, October 8, 2007

সিলটি ভাষা ও আমাদের জাতীয়তাবোধ ১

ভাষা ও সাহিত্যের সম্পর্ক রক্ত আর নাড়ির মতো। এক ছাড়া অন্য ভাবা যায় না। আলোচনায় যাবার আগে ভুমিকায় এইটুকুই বলতে চাই বাংলা ভাষা আজ পৃথিবীর ৪র্থ জনবহুল ভাষা এবং জনপ্রিয়তার দিক দিয়েও বাংলা বেশ এগিয়ে। রবীন্দ্র বলয়ে বাংলা সাহিত্য তার ষোলকলা পূর্ণ করে বিশ্বসাহিত্যে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। বাংলা ভাষা ও সাহিত্য আজ বিশ্ব ঐতিয্যের অংশ। বাংলার এই মহিরূহ বৃত্তের আশপাশে ছোটখাটো ভাষা ও সাহিত্য থমকে গিয়ে বাংলার রূপে মিশে গিয়েছিল। কালের পরিক্রমায় সেই ছোট জাতিসত্বাগুলো আবার বিকশিত হওয়ার সময় এসেছে। ইন্টারনেটের প্রযুক্তি আজ দুনিয়ার সকল জায়গায় বিরাজমান এবং এই বিশ্বায়ন প্রযুক্তি একদিকে যেমন সব কিছু কেড়ে নিচ্ছে তেমনি এমন কিছু সম্ভাবনা ছুড়ে দিচ্ছে যা আগের আধুনিক যুগে ছিল না। এখন আসি মূল আলোচনায়। সিলটি ভাষা একটি আঞ্চলিক ভাষা না পূর্ণ ভাষা তা নিয়ে গত শতাব্দিতে বহু তর্কবিতর্ক হয়েছে। কিন্তু সিলটি ভাষা সৈনিকরা বসে নেই। এটা এখন দৃশ্যমান সত্য যে সিলটি ভাষা একটা আলাদা ভাষা এবং সাহিত্য ও ভাষা ভিত্তিক শ্রেণীবিন্যাস প্রমাণ করে যে সিলটি ভাষা অসমি আর বাংলার গর্ভ থেকেই সৃষ্টি হাজার খানেক বছর আগে। এই ভাষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সিলটি ভাষায় অধিক পরিমান আরবি ও ফারসি শব্দের ব্যবহার। এই প্রবন্ধে এই সব দৃষ্টিকোন নিয়ে আলোচনার চেস্টা করা হবে।
সিলেটের ইতিহাস (সংক্ষিপ্ত): প্রকাশিতব্য ..............

No comments: